নন্দিত লেখক হুমায়ূন আহমেদের মরদেহ গ্রহণের জন্য পুরো প্রস্তুত তারই হাতে গড়া প্রিয় ভুবন গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশ পল্লী।

শুধুমাত্র কবর খনন বাদে নুহাশে তাকে সমাহিত করার সব প্রস্তুতিই ইতোমধ্যে সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।  

এবিষয়ে নুহাশের ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল বাংলানিউজকে বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যারের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, শেষ ইচ্ছা অনুযায়ী স্যারকে তার প্রিয় নুহাশ পল্লীতেই সমাহিত করা হোক। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকেই আমরা স্যারের মরদেহ দাফনের সব প্রস্তুতিই নিয়ে রেখেছি। তবে এখনো কবর খনন করা হয়নি। অনুমতি পেলেই আমরা কবর খনন শুরু করবো।’

এদিকে, সকাল থেকেই নুহাশ পল্লীতে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অবস্থান করছেন।

সেই সঙ্গে অবস্থান করছেন নিরাপত্তা বাহিনীর কিছু সংখ্যক সদস্য। কবর খননের জন্য হুমায়ূন ভক্ত ও এলাকার লোকজন ইতোমধ্যে নুহাশে অবস্থান নিয়েছেন।