কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

জ্যামাইকা মুসলিম সেন্টারের বেজমেন্টসহ তিনতলা মসজিদের ভেতর-বাইরে পাঁচ হাজারেরও বেশি প্রবাসী বাঙালি তার জানাজায় অংশ নেয়।

মসজিদেরর দ্বিতীয় তলায় কেবলমাত্র নারীদের জন্য জানাজার ব্যবস্থা করা হয়। এতে ১ হাজারেরও বেশি প্রবাসী নারী অংশ নেন।

জানাজায় আমেরিকার ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. আকরামুল কাদের বাংলাদেশ সরকার ও পররাষ্ট্রমন্ত্রী দিপুমনির পক্ষ থেকে শোক প্রকাশ করেন। এসময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত একে মোমেনও শোক প্রকাশ করেন।

তারা বলেন, হুমায়ূনের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তারা বিদেহী আত্মার শান্তির জন্য দেশবাসীকে দোয়া করার আহবান জানান।

জানাজায় বাংলাসাহিত্যের আরেক জনপ্রিয় লেখক ও হুমায়ূন আহমেদের অনুজ ড. জাফর ইকবালও উপস্থিত ছিলেন।

এদিকে, জানাজা শেষে প্রবাসী বাঙালিরা হুমায়ূনের শেষবারের মতো প্রিয় লেখকের মুখ দেখার জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে যায়। এসময় অব্যবস্থাপনার কারণে হুমায়ূন ভক্তদের মদ্যে হুড়োহুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে কউ আহত হয়নি।