শনিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঢাকার আন্তঃজেলা বাস টার্মিনাল এবং দূরপাল্লার বাসের নিজস্ব কাউন্টারে ১০ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু হবে এবং এতে কালোবাজারি ঠেকাতে প্রশাসন সক্রিয় থাকবে বলে ।
ঈদ উপলক্ষে বাস টার্মিনাল এবং কাউন্টারগুলোর প্রস্তুতি দেখতে শনিবার গাবতলী বাস টার্মিনালে যান তিনি।
তিনি বলেন, “টিকিট বিক্রি শুরু হলেও কোনোভাবেই টিকিট কালোবাজারি ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না। তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।”
ঈদের আগেই গাবতলীসহ বিভিন্ন টার্মিনাল পরিচ্ছন্ন করারও নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী।
যাত্রীদের ভোগান্তি কমাতে গত ঈদের মতো এবারো রাজধানীর সব টার্মিনালগুলোতে বিশেষ নিরাপত্তা থাকবে জানিয়ে তিনি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে।
যানজট নিরসনে গাবতলীর রাস্তার ওপর কোরবানির পশুর হাট না বসাতেও নির্দেশ দেন মন্ত্রী।