জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল কর্তৃক গৃহীত ২২ অক্টোবরকে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ রোববার দুপুরে স্থানীয় শহীদ মিনারের সামনে নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

এসময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আব্দুল আল ঝান্ডা চাকলাদার ও সাধারন সম্পাদক জাকির খান। মাবববন্ধনে বিভিন্ন স্কুলও কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেয়।