আগস্টের মধ্যেই চার মোবাইল ফোন অপারেটরের দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধি, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এ কথা বলেন।
তিনি বলেন, “টুজি লাইসেন্স নবায়নে আদালতে বিভিন্ন মামলা রয়েছে, সরকার পক্ষ ও অপারেটরদের এসব মামলা প্রত্যাহারের জন্য বলা হয়েছে। আর মামলা প্রত্যাহার হলেই লাইসেন্স নবায়ন করা হবে।”
এর আগে গত বছরের নভেম্বরে গ্রামীণফোনসহ চারটি মোবাইল অপারেটরের টুজি লাইসেন্সের মেয়াদ শেষ হয়।
গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের লাইসেন্স নবায়ন নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও অপারেটরদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তা আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন আছে।
বৈঠকে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্স নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানান অর্থমন্ত্রী।