গানকে পাশ গলিয়ে অভিনয় জগতে অভিষেক করলেন প্লেব্যাকশিল্পী শান্তনু চ্যাটার্জী শান। সুনিল অগি্নহোত্রি পরিচালিত বালিন্দার সিং ফেমাস হো গ্যায়া ছবিতে মিস ব্রাজিল ২০১১ গ্যাব্রিয়েলা মার্সেলিনোর বিপরীতে অভিনয় করবেন ৩৯ বছর বয়সী এ গায়ক।
সুদর্শন এ গায়ক অভিনয়ে পারদর্শী হলেও নাচ নিয়ে খুবই জড়তায় ভুগছেন। শান বলেন, নাচ নিয়ে এখন আমি রীতিমতো আতঙ্কিত। কিছুতেই ঠিকঠাক সেরে উঠতে পারছি না।
রিয়েলিটি শো কিংবা মঞ্চে ২ ঘণ্টা গানের সঙ্গে নাচ করা আর একনাগাড়ে সারাদিন নাচের মধ্যে অনেক ব্যবধান। আমি এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছি। পাঞ্জাবি গায়ক মিকা এ ছবিতে স্বনামে অভিনয় করছেন।