আইটেম গান দিয়ে দর্শকদের মাঝে জাদু ছড়াচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। বর্তমানে ‘হিরোইন’ ছবিতে তার পারফর্ম করা ‘হালকাত জাওয়ানি’ শীর্ষক আইটেম গানটি প্রচারের সঙ্গে সঙ্গেই আলোচনার শীর্ষে চলে এসেছে। এ ছবিটি নির্মাণের শুরু থেকেই ছিল বেশ আলোচিত। ছবিটি পরিচালনা করেছেন মধুর ভাণ্ডারকার। ‘ফ্যাশন’ এর পর ‘হিরোইন’ ছবিটি নিয়ে দারুণ আশাবাদী তিনি। তার এই আশা পূর্ণ হতে চলেছে, এমনটা এখন নির্দ্বিধায় বলা যায়। কারণ বিভিন্ন চ্যানেলে ছবির ‘হালকাত জাওয়ানি’ শীর্ষক আইটেম গানটিতে কারিনার পারফরমেন্স বেশ প্রশংসিত হচ্ছে। গানটির শুটিংয়ের সময়ই প্রশ্ন উঠেছিল কারিনার খোলামেলা রূপের এই গানটি কি মালাইকার ‘মুন্নি বাদনাম’ কিংবা কাটরিনার ‘শিলা কি জাওয়ানি’কে ছুঁতে কিংবা ছাড়িয়ে যেতে পারবে? বিষয়টি এখনও পরিষ্কার না হলেও সফলতার পথেই এগুচ্ছে ‘হালকাত জাওয়ানি’। গানটির মাধ্যমে বাজিমাতই করেছেন কারিনা। গানটিতে তার যৌন আবেদন পরিপূর্ণ রূপে ফুটিয়ে তোলা হয়েছে। ইতিমধ্যে গানটি টপচার্টের এক নম্বরে অবস্থান করছে। ‘হিরোইন’ ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুর। ছবিতে মাহি আরোরা নামক একজন সফল চলচ্চিত্র অভিনেত্রীর চরিত্রে কাজ করেছেন তিনি। এই সফল অভিনেত্রী হয়ে ওঠার গল্প নিয়েই মূলত তৈরি হয়েছে ‘হিরোইন’ ছবিটি। এখানে চলচ্চিত্র জগতের বিভিন্ন বাস্তব ঘটনাকেই উঠিয়ে আনা হয়েছে।  এতে কারিনা ছাড়াও অভিনয় করেছেন অর্জুন রামপাল, রণদিপ হুদা, রাকেশ বাপাত প্রমুখ। ধারণা করা হচ্ছে ছবিটি মুক্তি পেলে বছরের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হবে। পাশাপাশি চলতি বছরের শ্রেষ্ঠ অভিনেত্রীর বেশির ভাগ পুরস্কারই এবার উঠবে কারিনার হাতে। সেপ্টেম্বরের ২১ তারিখ মুক্তি পেতে যাচ্ছে ‘হিরোইন’।