ঈদে প্রচার হবে ফোক এবং মডার্ন মিউজিকের ফিউশন নিয়ে এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ময়ূরপঙ্খি নাও’। দীপ্ত-এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন পথিক নবী, শফিক তুহিন, নির্ঝর, মিমি, জয় শাহরিয়ার, মাহমুদ সানি। তারা প্রত্যেকে একটি করে গান গেয়েছেন। পথিক নবী ‘পিরিতিতে এত জ্বালা’, দীপ্ত ‘ও যার আপন খবর’, শফিক তুহিন ‘পূর্ণিমাতে আকাশ যেমন’, নির্ঝর ‘হলুদিয়া পাখি’, মিমি ‘তুই আমারে করলি পাগল‘, জয় শাহরিয়ার ‘ভালো আছি ভালো থেকো’, সানি ‘আন্ধার ঘরে প্রদীপ’ শিরোনামে গানগুলো গেয়েছেন। এছাড়া অনুষ্ঠানে তারা গান ও আড্ডার পাশাপাশি ঈদ এবং বর্তমান কাজ নিয়ে প্রত্যেকে কথা বলবেন। দীপ্ত-এর সঞ্চালনা ও আরিফ হোসেনের প্রযোজনায় ‘ময়ূরপঙ্খি নাও’ অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন বিকেল৫টা ১৫মিনিটে।