নব্বই দশকের মাঝামাঝিতে মডেলিংয়ে ঝড় তুলেছিলেন সাদিয়া ইসলাম মৌ। দেশের সেরা মডেল তারকাদের মধ্যে তিনি এখনো অন্যতম। মডেলিং ছাড়াও মৌ অভিনয় ও নৃত্যশিল্পেও পারদর্শিতার প্রমাণ দিয়েছেন। মাঝে কিছুদিন তিনি মিডিয়া থেকে দূরে ছিলেন। তবে গত কয়েক মাস ধরে বেছে বেছে ঈদের দুটি নাটকে অভিনয় করছেন। টেলিছবি দুটির শুটিং সম্পন্ন হয়ে গেছে। এগুলোর শিরোনাম ‘বাতাসে মুক্তির ঘ্রাণ’ ও ‘সুন্দরীতমা আমার’। ‘বাতাসে মুক্তির ঘ্রাণ’ টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। এতে মৌ’র সহ-শিল্পী শহীদুজ্জামান সেলিম। এটি ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল টুয়েন্টি ফোরে প্রচার হবে। ‘সুন্দরীতমা আমার’ টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান খান। এতে মৌ’র বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। টেলিছবিটি ঈদের তৃতীয় দিন এনটিভিতে প্রচার হবে। দুটি টেলিছবিই রোমান্টিক গল্প নিয়ে আবর্তিত হয়েছে। মৌ জানান, সংসার নিয়ে ব্যস্ত থাকায় তিনি নাটকে খুব বেশি অভিনয় করতে পারছেন না। তারপরও বিশেষ দিবস উপলক্ষে দুয়েকটি নাটকে অভিনয় করেন। পরিচালকদের অনুরোধেই এবার তিনি ঈদের টেলিছবি দুটিতে অভিনয় করেছেন।’ তিনি আরো বলেন, ‘বর্তমানে একাধিক চ্যানেলের মানহীন নাটক টেলিছবিতে অভিনয় করার চেয়ে না করাই শ্রেয়।’