পৃথিবীর সেরা আবেদনময়ী নারীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন টোয়াইলাইট খ্যাত হলিউড অভিনেত্রী ক্রিস্টিনা স্টুয়ার্ট। ব্রিটিশ ফিল্ম ম্যাগাজিনের এক জরিপে কোটি ভক্তের ভোটে তিনি জিতে নেন সেরা স্থানটি। পরবর্তী স্থানে আছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জনসন এবং অ্যানি হ্যাথওয়ে। অনেকেই মনে করেন রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রতারণার ঘটনার পর ভক্তদের মধ্যে জনপ্রিয়তা কমে যাবে ক্রিস্টিনার। উইলিয়াম স্টাইরনের ১৯৫১ সালে প্রকাশিত উপন্যাস ‘লাই ডাউন ইন ডার্কনেস’ অবলম্বনে নির্মিতব্য নতুন ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। অনেকেই মনে করেছিলেন, হলিউডের পরিচালকরা সম্ভবত আরেকটি সুযোগ দিচ্ছেন ক্রিস্টিনা স্টুয়ার্টকে। কিন্তু ক্রিস্টিনার ভক্তরা প্রমাণ করে দিলেন, যাই হোক না কেন তারা প্রিয় তারকার পাশে সব সময়ই আছেন। ২২ বছর বয়সী অভিনেত্রী ক্রিস্টিনা নিজেকে সেরা প্রমাণিত করে ছাই দিলেন সমালোচকদের মন্তব্যে।