গাগার প্রত্যুত্তর

bnn24

Bybnn24

সেপ্টে ৫, ২০১২

কিছুদিন আগে পপ তারকা ম্যাডোনা লেডি গাগার বিরুদ্ধে তার গান চুরি করার অভিযোগ এনেছিলেন। বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করে এবারে এক স্টেজ শোতে গাগা প্রকাশ্যেই ম্যাডোনার সম্পর্কে উগ্রভাবে মন্তব্য করেন। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, গাগার ওই মন্তব্যগুলো ‘এফ ওয়ার্ড’ সম্বলিত ছিল। মিরর অনলাইনের বরাতে মাধ্যমটি জানায়, হেলসিঙ্কির হার্টওয়াল এরিনায় গাগা বেশ উগ্রভাবেই ৫৩ বছর বয়সী ম্যাডোনা সম্পর্কে কথা বলেন। গাগা বলেন, কারও কোন কথায় আমার কিছুই যায় আসে না। এবং মানুষও সত্যিটা জানে। সুতরাং কারও বলাতে সত্যি বদলে যাবে না। উল্লেখ্য, ম্যাডোনা তার সাম্প্রতিক ওয়ার্ল্ড টুর ‘এমডিএনএ’-এর কিছু স্টেজ শোতে গাগার ‘বর্ণ দিস ওয়ে’ গানটিকে ব্যাঙ্গ করে দেখান। সেখানে গাগা তার গানের অনুকরণ করছেন- এমন অভিযোগও আনেন তিনি। এর  প্রত্যুত্তর হিসেবেই এবারে স্টেজ শোতে গাগা ম্যাডোনার ১৯৮৯ সালের ‘লাইক এ প্রেয়ার’ মিউজিক ভিডিওটি ব্যাঙ্গ করে দেখান। সেখানেই তিনি তার সম্পর্কে এসব মন্তব্য করেন।