চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন আনুশকা শঙ্কর। স্বামী জো রাইট পরিচালিত আনা কারেনিনা ছবিতে একটি গানের সংগীতায়োজন করেছেন তিনি। জো রাইট পরিচালিত প্রাইড অ্যান্ড প্রেজুডিস ছবিটি অস্কার মনোনয়ন পেয়েছিল।
কিরা নাইটলি ও জুড ল অভিনীত এই ছবিতে আরও আছেন ভারতীয় অভিনয়শিল্পী তন্নিষ্ঠা চ্যাটার্জি।
তন্নিষ্ঠা পরিচিতি পান ২০০৭ সালে ব্রিক লেন ছবিতে অভিনয় করে। নতুন এই ছবিতে তন্নিষ্ঠার চরিত্রটি ছোট হলেও তিনি দারুণ খুশি এতে সুযোগ পেয়ে। তিনি বললেন, ‘আনা কারেনিনা যেন মহাভারতেরই রুশ সংস্করণ। অনেক চরিত্র, সবগুলোই গল্পের জন্য গুরুত্বপূর্ণ।
এই ছবিতে মাশা নামের এক জিপসি মেয়ের চরিত্রে অভিনয় করছি আমি। অনুশকা একটাই গান করেছেন এই ছবির জন্য। আর সেটা আমিই গাইছি। মিষ্টি একটা ঘুমপাড়ানি গানের মতো হবে এটা।’
মিড-ডে।