খ্যাতনামা ঘড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান জ্যাগার লা কোলটার আয়োজিত অনুষ্ঠান ছিল সেদিন। তাদের তৈরি দারুণ এক ঘড়ি পরেছিলেন ফ্রিদা পিন্টো।

কিন্তু সবার নজর গেল তার পোশাকের দিকেই। কালো-সোনালির মিশেলে অসাধারণ এক গাউন পরে এলেন তিনি। চুল ছিল উঁচু খোঁপায় বাঁধা। হালকা সাজ।

কাট-আউট নকশা করা এই পোশাকে ফ্রিদাকে দেখাচ্ছিল দারুণ গ্ল্যামারাস। এদিন তিনি নানা ভঙ্গিমায় ছবি তোলেন অভিনয়শিল্পী ক্লাইভ ওয়েনের সঙ্গে। এএনআই।