স্বঘোষিত সমাজসেবক হারান শেখ। অর্থের জোর এবং লাঠির জোর দুটোই আছে; কিন্তু ইদানীং নিজেই বেশ ভয়ে আছে হারান শেখ। সিদ্ধান্ত নেয় একজন গানম্যান রাখবে। সে তার একমাত্র মেয়ে পুতুলের অনুরোধে লতিফকে গানম্যান হিসেবে নিয়োগদানের জন্য চূড়ান্ত করে। এতে হারানের সার্বক্ষণিক সঙ্গী হারানের ভাগ্নে রমিজ অখুশি হয়।
লতিফকে নিয়োগ দেওয়ার অর্থই হল পুতুলের সঙ্গে লতিফের সম্পর্ক মেনে নেওয়া। নিজের ভবিষ্যৎ অনিশ্চিত দেখে মামার কাছে কথা তোলে রমিজ। হারান রমিজকে বোঝায় লতিফ পুতুলের কথা চিন্তা করেই আমার জীবন রক্ষার জন্য জান বাজি রাখবে। বিপদ কেটে গেলে লতিফকে তাড়িয়ে দেওয়া যাবে। রমিজ আশ্বস্ত হয়।
নতুন গানম্যান লতিফকে নিয়ে চলাফেরা করে হারান শেখ। গানম্যানের কাঁধে হারানের পঁচিশ বছরের পুরনো দোনালা বন্দুক। সঙ্গে সার্বক্ষণিক গানম্যান থাকায় হারান এখন আরো প্রতাপশালী, আরো দাম্ভিক। এগিয়ে যায় নাটকের গল্প। কি হবে হারান শেখ ও গানম্যানের পরিণতি? হাশিম রনির রচনায় গানম্যান নাটকটি পরিচালনা করেছেন মনির হোসেন জীবন।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন_ প্রাণ রায়, রোমানা মালিক মুনমুন, সিদ্দিকুর রহমান, লুৎফর রহমান জর্জ, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, স্বাধীন থিয়েটারের কর্মীরা এবং নবাগত মায়াবী প্রমুখ। দিগন্ত টেলিভিশনে নাটকটি আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে।