প্রায় চার যুগ ধরে চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। শুধু অভিনয়ের প্রতি প্রচ- রকম ভালোবাসা থাকার কারণেই জীবনে কখনো কোনোদিন চাকরিও করেননি গুণী এই চলচ্চিত্রাভিনেতা। ১৯৬৮ সালে তারই ওস্তাদ এইচ আকবর পরিচালিত জলছবি ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিনয়ে নিজেকে সম্পৃক্ত করেন প্রবীর মিত্র। এরপর থেকে আজ পর্যন্ত ৩০০-এরও অধিক ছবিতে তিনি অভিনয় করেছেন।

মহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক ছিলো ছবিতে অভিনয়ের জন্য ১৯৮৩ সালে প্রথমবারের মতো অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ থেকে ঠিক ২৭ বছর আগে প্রবীর মিত্র প্রথমবারের মতো সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেন শেখ নিয়ামত আলী পরিচালিত দহন ছবিতে। এরপর বিগত ২৭ বছরে আর কোনো অনুদানের ছবিতে তাকে অভিনয় করতে না দেখা গেলেও চলতি বছরে তিনি আরেকটি সরকারি অনুদানের ছবিতে কাজ করছেন।

মাসুদ পথিক পরিচালিত নেকাব্বরের মহাপ্রয়াণ ছবিতে তিনি অভিনয় করছেন। ছবিটিতে চিত্রনায়িকা শিমলার বাবার চরিত্রে তিনি অভিনয় করছেন। দুই যুগেরও বেশি সময় পর অনুদানের ছবিতে কাজ করা প্রসঙ্গে প্রবীর মিত্র বলেন, দেখতে দেখতে জীবনের শেষ প্রান্তে এসে পেঁৗছেছি। তারপরও শিল্পী হিসেবে অভিনয়ের আকাঙ্ক্ষা এখনো রয়ে গেছে। বহুদিন পর অনুদানের ছবিতে কাজ করে বেশ ভালোও লাগছে। ছবিটি দর্শকেরও ভালো লাগবে।