নিশির বিয়ে হয় আরজুর সঙ্গে। নিশি স্বাভাবিকভাবে বিয়েটা মন থেকে মেনে নিতে পারে না। বাসর রাতে প্রান্তিক নিশির সামনে এসে হাজির হয়।

বিয়ের আগে প্রান্তিকের সঙ্গে নিশির প্রেমের সম্পর্ক ছিল। শুরু হয় প্রান্তিক ও নিশির প্রেমের খেলা। এদিকে আরজুও নিশিকে প্রচ- ভালোবাসে। এভাবে চলতে থাকে নাটকের কাহিনী। এ রকম একটি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে জি এম সৈকতের পরিচালনায় এবং সিফ্রাত মোশাররফের রচনায় সম্প্রতি শুটিং সম্পন্ন হল হৃদয় গহীনে নাটকের।

নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মিমো এবং আরজু। প্রযোজনা করেছেন এম এস প্রোডাকশন। হৃদয় গহীনে নাটকটি আসন্ন ঈদুল আজহায় যে কোনো একটি চ্যানেলে প্রচারিত হবে।