আগামী ১৩ সেপ্টেম্বর বের হচ্ছে গান। আর ১৪ সেপ্টেম্বর ছবি বরফি। প্রিয়াঙ্কা চোপড়ার খুশির শেষ নেই। ‘বরফি ছবিটি আর আমার গান বের হচ্ছে একই সময়ে। কিন্তু দুটোরই একদম আলাদা আবেদন।’ টুইট করেছেন তিনি।
ছবির প্রচারণায় তিনি এখন আছেন লন্ডনে; জানালেন, বরফিতে তিনি অভিনয় করেছেন এক অটিস্টিক মেয়ের চরিত্রে। আর গানটি করেছেন শিল্পী উইল ই আমের সঙ্গে।
আইএএনএস।