প্লেবয় পত্রিকার প্রচ্ছদ-কন্যা আবার খবরের শিরোনামে। বলিউড বোম্বশেল শার্লিন চোপড়া বৃহস্পতিবার টুইট করেন, আই হ্যাভ হ্যাড সেক্স ফর মানি…। তারপর থেকেই বিতর্কের ঝড় উঠেছে বলিউড টাউনে।

অভিযোগ প্রতিদিন টুইটারের মাধ্যমে বিভিন্ন অপরিচিতের কাছ থেকে শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব পান তিনি। এর মধ্যে অনেক ক্ষেত্রেই অর্থের বিনিময়ে এ প্রস্তাব আসে। শার্লিনের এই মন্তব্য ঘিরে সবেমাত্র ছোটখাটো একটা ঝড়ের পূর্বাভাস তৈরি হচ্ছিল। ঠিক তখনই মোক্ষম তীরটি ছোড়েন তিনি।

টুইটের মাধ্যমে শার্লিন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন অতীতে টাকার বিনিময়ে শয্যাসঙ্গিনী হওয়ার প্রচুর অভিজ্ঞতা থাকলেও আপাতত সে পথে যেতে নারাজ তিনি। স্বঘোষিত সেক্স-সিম্বল ভারতীয় এ মডেল কাম অভিনেত্রী আরো জানিয়েছেন, এমন একটি ঘটনাও তার মনে পড়ে না যেখানে তিনি স্বেচ্ছায় অর্থের বিনিময়ে শয্যাসঙ্গিনী হয়েছেন।