মুক্তির পর আট দিনে অর্থাৎ গতকাল পর্যন্ত বলিউড বক্স অফিস রিপোর্টে সালমান খান অভিনীত ‘এক থা টাইগার’ ছবির কোষাগারে জমা হয়েছে ১৫০ কোটি রুপি। যদিও মুক্তির আগেই প্রায় ১০০ কোটি রুপি ঘরে তুলে রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
একটি প্রতিষ্ঠানের জন্য সত্যিই এটি একটি স্বপ্ন। কিন্তু সালমান সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করেছেন। ক্যাটরিনা কাইফকে সঙ্গে নিয়ে সালমানের কোন ছবির মুক্তির প্রথম সপ্তাহে এটাই সর্বোচ্চ রেকর্ড। এর আগে তার অভিনীত দাবাং প্রথম সপ্তাহে আয় করেছে ১৪৭ কোটি রুপি, বডিগার্ড ১৪৮ কোটি রুপি ও রেডি ১২২ কোটি রুপি।
বলা হচ্ছে, ‘এক থা টাইগার’ ছবিটির সেল রিপোর্ট যদি ধারাবাহিকতা বজায় রাখে তাহলে আমির খানের ‘থ্রি ইডিয়ট’ ছবির ব্যবসায়িক সফলতাকেও ছাড়িয়ে যাবে। ‘থ্রি ইডিয়ট’ এ পর্যন্ত ব্যবসা করেছে ৩৮৫ কোটি রুপি।
তবে সালমানের জন্য উল্লেখ করার বিষয় হচ্ছে, এরই মধ্যে তার পারিশ্রমিক ১০০ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে। সম্প্রতি এক প্রযোজক তার ছবিতে সালমানকে নেয়ার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক দেয়ার প্রস্তাব রেখেছেন। সালমান যদি রাজি হন তাহলে এটাই হবে বলিউডে কোন তারকার সর্বোচ্চ পারিশ্রমিক।