সালমান শাহ্ স্মরণে

bnn24

Bybnn24

সেপ্টে ৫, ২০১২

৬ সেপ্টেম্বর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ্র মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সালমান শাহ্ চলচ্চিত্র সপ্তাহ’। আজ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে সালমান শাহ্ অভিনীত চলচ্চিত্র প্রচার হবে। আজ প্রচার হবে ছটকু আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই, ৬ সেপ্টেম্বর শিবলী সাদিক পরিচালিত অন্তরে অন্তরে, ৮ সেপ্টেম্বর বাদল খন্দকার পরিচালিত স্বপ্নের পৃথিবী, ৯ সেপ্টেম্বর মালেক আফসারী পরিচালিত এই ঘর এই সংসার এবং ১০ সেপ্টেম্বর জীবন রহমান পরিচালিত প্রেম যুদ্ধ। প্রথম চারটি ছবি প্রচার হবে সকাল ১১টা ২ মিনিটে। শেষের ছবিটি প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।