হুমায়ূন আহমেদ সর্বশেষ নির্মাণ করেছিলেন ঘেটুপুত্র কমলা। হুমায়ূন আহমেদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন আজ বাজারে ছাড়ছে ঘেটুপুত্র কমলা ছবির গানের অডিও সিডি। অ্যালবামটিতে গান আছে সাতটি। বোনাস গান আছে দুটি। সাতটি গান হল বাজে বংশী, সাবান আইনা দিলে না, শুয়া উড়িলরে, জলের ঘাটে বাজে বাঁশি ও আমার যমুনার জল। এর মধ্যে শুয়া উড়িলরে গানটির তিনটি ভার্সন আছে অ্যালবামে। ‘বাজে বংশী রাজ হংসী নাচে’ গানটি রচনা করেছিলেন হুমায়ূন আহমেদ নিজেই।

এই গানের সংগীতায়োজন করেছেন মাকসুদ জামিল মিন্টু। এতে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু ও শফি মণ্ডল। এ ছাড়া অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শীতালং শাহ, ক্ষুদে গানরাজ প্রান্তি ও ফজলুর রহমান বাবু। বোনাস সং হিসেবে আছে আজি ঝরঝর, চান্নি পসর রাইতে ও আমি আজ ভেজাবো চোখ। ঘেটুপুত্র কমলা ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন মামুন। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, আগুন, শামীমা নাজনীন, তমালিকা কর্মকারসহ আরও অনেকে।