প্রামাণ্য চলচ্চিত্রটির নাম দ্য স্পিচ। সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের ওপর তৈরি হয়েছে ছবিটি। পরিচালক ফাখরুল আরেফীন খান।
এই ছবিতে রয়েছে বঙ্গবন্ধুর সেই ভাষণের প্রস্তুতিপর্ব, সামরিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া ও গণমাধ্যমের ভূমিকা এবং অজানা ঘটনা—যেভাবে ভাষণটি রক্ষা করা গেল। এতে রয়েছে সাক্ষাৎকার, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, পুনঃচিত্রায়ণ ও পেপার ফুটেজ।
পরিচালক জানান, আগামী প্রজন্মের কথা ভেবে তিনি তৈরি করেছেন এই প্রামাণ্য চলচ্চিত্রটি। কাল চলচ্চিত্রটির ডিভিডি প্রকাশ করবে লেজার ভিশন।