আনান কোন রকম অগ্রগতি ছাড়াই সিরিয়া ত্যাগ করলেন

জাতিসংঘের একজন কর্মকর্তা জানিয়েছেন যে আন্তর্জাতিক দূত কোফি আনান সিরিয় সরকারের সংগে নাজুক শান্তি পরিকল্পনা বিষয়ে কোন বড় ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যপারটি নিশ্চিত না করেই সিরিয়া ত্যাগ করেছেন।

বুধবার মিঃ আনান আম্মানের উদ্দ্যেশে দামেস্ক ত্যাগ করেন। জর্ডানে তিনি উর্দ্ধোতন কর্মকর্তাদের সংগে সাক্ষাত করেন।

সিরিয়ায় অবস্থানকালে জাতিসংঘ-আরব লীগ দূত কোফি আনান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ব্যক্তিগত ভাবে অনুরোধ জানিয়ে বলেন, শান্তি পরিকল্পনায় গতি সঞ্চার করার জন্য বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে এখনি—আগামিকাল নয়।

সিরিয়ার সক্রিয়বাদীরা বলছে, সরকারি এবং বিদ্রোহী বাহিনীর মধ্যে লড়াইএ বুধবার অন্তত নয় জন নিহত হয় এদের মধ্যে পাঁচ জন নিহত হয় দামেস্কের ডুমো এলাকায়। তা্রা বলছে সরকারি বাহিনী ডুমোয় এবং মধ্যাঞ্চলের হোমস শহরে গোলা বর্ষণ করেছে।

হতাহতের সংখ্যা নিরপেক্ষভাবে সনাক্ত করা সম্ভব হয়নি।