আরমাদিলো সাইনাপসিডা শ্রেণীর এক ধরনের প্রাণী। এর বৈজ্ঞানিক নাম সিঙ্গুলাতা। এর দেহের উপরিভাগ তিন স্তরের আবরণ দ্বারা তৈরি। খুব সহজে কেউ আক্রমণ করে বশ করতে পারবে না। চামড়ার উপরিভাগের অংশটুকু অনেকটা টেনিস বলের মতো। স্বচ্ছ নয়। এমনই একটি আরমাদিলোর বাচ্চা দেখা যায় ফ্লোরিডার বাস্চ গার্ডেন অ্যানিমেল পার্কে।

দর্শনার্থীরা বাচ্চাটি দেখে চমত্কৃত হচ্ছেন। দেখতে খুবই সুন্দর। আট সপ্তাহ আগে জন্ম নিলেও আকৃতি দেখে মনে হবে টেনিস বলের মতো। সহজেই পকেটে রাখা যাবে। লেজ গুটিয়ে যখন পার্কের সবুজ ঘাসের ওপর বসে থাকে তখন মনে হয় খেলোয়াড়ের ব্যাটের আঘাতে টেনিস বলটি যেন সীমানা ছাড়া হয়ে বাউন্ডারির বাইরে এসে পড়ে আছে।

বাচ্চাটির বাবা-মা জুউই ও ওলি। দু’মাস আগে জন্ম নেওয়ার সময় এটি অন্ধ ছিল। খুব দ্রুতই হাঁটা ও শরীরের আবরণ গুটানো শিখে ফেলেছে সে। চোখেও দেখতে পাচ্ছে। লম্বা জিহ্বা দিয়ে পিঁপড়া জাতীয় প্রাণী খেয়ে থাকে এরা। পার্কে আসা দর্শনার্থীরা আরমাদিলো শাবকটিকে নাম ধরে ডাকতে চাইলেও কর্তৃপক্ষ এখনও তার নাম রাখেনি।

ডেইলি মেইল।