আল্পস পর্বতমালার ১০ হাজার ফুট ওপরে বসে চা পানের আয়োজন করেছে অস্ট্রিয়ার একটি কোম্পানি। আল্পসের সর্বোচ্চ পর্বত ওয়াইল্ডস্পিটজের পিটজটাল হিমবাহের ওপর রেস্তোরাঁ তৈরি করতে খরচ হচ্ছে ২০ কোটি পাউন্ডের মতো। এটিই অস্ট্রিয়ার সবচেয়ে উঁচুতে অবস্থিত রেস্তোরাঁ। এর ম্যানেজার স্টিফেন রিচার বলেন, এই রেস্তোরাঁর নাম নির্ধারণ করা হয়েছে ‘৩৪৪০’। কারণ এটি ৩৪৪০ মিটার ওপরে হিমবাহের ওপর নির্মাণ করা হচ্ছে। এখানে অন্তত একশ’ পর্বতারোহী একসঙ্গে বসে চা ও হালকা নাশতা খেতে পারবেন। আগামী অক্টোবরে এই রেস্তোরাঁর উদ্বোধন করা হবে বলে তিনি জানান। ডেইলি মেইল।