ইয়েমেনে প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ’র অনুগত নিরাপত্তা বাহিনী, শনিবার সানায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর কাদানে গ্যাস নিক্ষেপ করে এবং তাজা গুলি ছোড়ে। অন্তত ১৮ জন নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এদের মধ্যে অন্তত ১২ ব্যক্তি নিহত হয় যখন সানার শহর কেন্দ্রে বিক্ষোভরত লোকেদের ওপর ইয়েমেনী নিরাপত্তা বাহিণী গুলিবর্ষন করে। চিকিত্সা কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার হাজার হাজার বিক্ষোভকারি প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর পদত্যাগের দাবীতে সমবেত হলে সরকারী বাহিনীর গুলির মুখে পড়ে। অন্য আরেক ঘটনায়, দক্ষিন পশ্চিম ইয়েমেনে বিমান হামলায় কম পক্ষে সাতজন সন্দেহভাজন আলকায়েদা জঙ্গী মারা যায়। নিহতদের মধ্যে যুক্ত্ররাষ্ট্রে জন্ম গ্রহনকারী ধর্মীয় নেতা আনোয়ার আল আওলাকির ছেলে আব্দুল রাহমান আল আওলাকী ও রয়েছে বলে এক খবরে জানা গ্যাছে।

এর আগে, ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রনালয় জানায়, ইয়েমেনে আল কায়েদার শাখার সংবাদ প্রচার প্রধান মিশরে জন্ম গ্রহনকারী ইব্রাহিম আল বানাও ওই বিমান আক্রমনে মারা যায়।