ইরাকী কর্মকর্তারা বলেছেন রাজধানীতে এবং দেশের দক্ষিনাঞ্চলে বোমা আক্রমনে অন্তত সাতান্ন জন নিহত হয়, আহত হয় ১৩০ জনের বেশি।

বৃহস্পতিবারের সব চাইতে মারাত্নক আক্রমন ঘটে দক্ষিনাঞ্চলের নাসিরিয়া শহরে। সেখানে তীর্থ যাত্রীদের নিশানা করে বোমা হামলা চালানো হলে ৩০জন নিহত হয়।

এর আগে বাগদাদে সাদর সিটির উত্তরে জোড়া বোমা বিস্ফোরণ ঘটে। কর্মকর্তারা বলেন একটি মোটোর সাইকেলে পাতা বোমা, এক দল শ্রমিক যারা কাজের জন্য সেখানে সমবেত হয়েছিলো তাদের কাছাকাছি বিস্ফোরিত হয়। তার একটু পরেই রাস্তার ধারে পাতা একটি বোমা বিস্ফোরিত হয়। দুটি বিস্ফোরণে ১২ জন নিহত হয়।

বাগদাদের উত্তরাঞ্চলে আরেকটি শিয়া অধ্যুষিত এলাকা কাজিমিয়ায় দুটি গাড়ি বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হয়।