ইরানের পরমাণু কর্মসূচির ‘পরিষ্কার সীমা’ বেঁধে দেওয়ার জন্য রোববার বিশ্বের শক্তিধর দেশগুলোকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আন্তর্জাতিক স¤প্রদায় ইরানকে পরমাণু অস্ত্র তৈরি বন্ধে রাজি করাতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টায় ইসরায়েল ধৈর্য হারাচ্ছে- নেতানিয়াহুর এ বক্তব্যে সে ইঙ্গিত স্পষ্ট।
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইসরায়েল।
কিন্তু ইসরায়েল যাতে একা এ পদক্ষেপ না নেয় সেজন্য দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ার মধ্যে নেতানিয়াহু এ আহ্বান জানালেন।
ইসরায়েলের মন্ত্রিসভায় তিনি বলেন, “সত্য কথাটা বলতেই হবে: আন্তর্জাতিক স¤প্রদায় ইরানের পরমাণু কর্মসূচির জন্য পরিষ্কার কোনো সীমারেখা বেঁধে দিচ্ছে না। আর ইরানও পরমাণু কর্মসূচি বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক প্রস্তাবে আমল দিচ্ছে না।”
“ইরান পরিষ্কার কোনো সীমারেখা বা হেস্তনেস্ত দেখতে না পাওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি উন্নয়ন বন্ধ করবে না। আর ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রসক্ষম হতে দেওয়া যাবে না,” বলেন তিনি।
ইসরায়েল ও পশ্চিমা শক্তিধর দেশগুলোর ধারণা, ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু তেহরানের দাবি, তাদের এ কার্যক্রম পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত।