মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিয়ন প্যানেট্টা ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন দেশটি  তার পরমাণু কর্মসূচী নিয়ে হয়তো গ্রহণযোগ্য মিমাংসায় উপনীত হতে হবে, নয় মার্কিন সামরিক অভিযানের সন্মূখীন হতে হবে।

আলজাজিরা জানায় প্যানেট্টা দক্ষিণ ইসরায়েলে এক শহরের বাইরে বুধবার এই মন্তব্য করেন।

তিনি বারংবার বলেন ইরানকে এ কর্মসূচী থেকে বিরত রাখতে  নিষেধাজ্ঞা ও কূটনীতি ব্যর্থ হলে সামরিক শক্তিসহ সকল উপায় খোলা রাখা হয়েছে।

প্যানেট্টার পাশ্বে দাঁড়ানো ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইহুদ বারাক বলেন পারমাণবিক কর্মসূচী পরিত্যাগ করতে ইরানকে বাধ্য করতে তিনি নিষেধাজ্ঞার কার্যকারীতা খুবই কম মনে করছেন।

প্যানেট্টা কায়রোতে মিসরের নতুন প্রেসিডেন্ট ও সেনা প্রধানের সাথে বৈঠকের পর মঙ্গলবার ইসরায়েলে আসেন।

বৈঠকের পূর্বে প্যানেট্টা বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইহুদ বারাকের সাথে পরমাণু কর্মসূচী ও গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে নিয়ে আলোচনা হয়েছে।