যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বানিজ্যিক এলাকা ওয়াল স্ট্রিটে এক মাস আগে রাজপথে যে বিক্ষোভের সূচনা হয়, এখন তা সারা পৃথিবীতিতে ছড়িয়ে পড়েছে। প্রধানতঃ তরুন বিক্ষোভকারীরা পুঁজিবাদ, দারিদ্র, অসাম্য, বর্ণবাদ, পারমানবিক শক্তি আর তথাকথিত লুটপাট এবং অন্যান্য সামজিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে পথে নেমেছে।

শতশত বিক্ষোভকারী শনিবার ফিলিপাইন, জাপান, হংকং, তাইওয়ান, অস্ট্রেলিয়া, দক্ষিন কোরিয়া, এবং অন্যান্য স্থানে পথ যাত্রা করে। তারা আমেরিকার ওয়াল স্ট্রীট দখল করো, এই আন্দোলনের সংগে একাত্মতা প্রকাশ করে।

প্রতিবাদকারীরা ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, ফেইস বুক এবং বিভিন্ন ওয়েব সাইটএর সাহায্যে প্রচার চালিয়ে যাচ্ছে।