কর্তৃপক্ষ বলছে যে কঙ্গো নদী বরাবর একটি অস্ত্র গুদামে উপর্যুপরি শক্তিশালী বিস্ফোরণে আজ রোববার গোটা শহর প্রকম্পিত হয়।
ব্রাজাভিলে চীনা কনসুলেটের একজন কর্মকর্তা বেইজং এর শিনহুয়া বার্তা সংস্থাকে বলেন যে নিহতদের মধ্যে কমপক্ষে চারজন চীনা শ্রমিক ও রয়েছে । তা ছাড়া বহু লোক এতে আহত হয়। দুয়ান জিনঝুকে উদ্ধৃত করে বলা হয়েছে যে দূতাবাস আরো হতাহতদের ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
রাষ্ট্র পরিচালিত বেতার সংস্থা জানিয়েছে যে এই সব শ্রমিক কঙ্গো প্রজাতন্ত্রে Beijing Construction Engineering Group কাজ করতেন। তাৎক্ষনিক ভবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।