কাতারের দোহায় নির্মিত হচ্ছে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হাসপাতাল। কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে পরিকল্পনা করা হাসপাতালটির নির্মাণ কাজ আগামী ২০২০ সালের মধ্যে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাতারের আমীর শাইখ হামাদ বিন খলিফা আল থানির নামে নামকরণ করা হবে হাসপাতালটির। ইতোমধ্যে এরজন্য নকশা, বাজেট ও ভূমি চূড়ান্ত করা হয়েছে। শীঘ্রই শুরু হতে যাচ্ছে এরনির্মাণ কাজ। গালফ নিউজের তথ্যমতে, রোগীধারণের ক্ষমতা এবং চিকিৎসা সুবিধার দিক দিয়ে এটিই হবে পৃথিবীর বৃহত্তম হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হতে যাওয়া এ হাসপাতালটি স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন হবে পরিগণিত হবে বলে আশা করছেন এর উদ্যোক্তারা। এছাড়া ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে কাতারে আগত দর্শনার্থীরাও এর স্থাপত্য দেখে মুগ্ধ হবেনবলে আশা করছেন তারা। ২০২২ সালে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্ব ফুটবলের বৃহত্তম এ আসরের আয়োজন করতে যাচ্ছে কাতার।