ইতালিতে পাহাড়ের পাদদেশে অবস্থিত গ্রামগুলোতে গেলে দেখা মিলবে অনেক ভুতুড়ে বাড়ির। দেশটিতে এরকম অন্তত ৩০০ বাড়ি আছে, যেগুলোতে এখন কেউ থাকে না। অথচ বাড়িগুলো খুবই বিলাসবহুল ও দামি। চৌদ্দ থেকে ষোড়শ শতকে তৈরি এসব বাড়ির নির্মাণশৈলী নজরকাড়া।

বাড়ির ভেতর-বাইরে সবখানেই দেখা মিলবে রুচিবোধের পরিচয়। ভবনগুলোর ভেতরে ও বাইরে করা আছে অসাধারণ সব কারুকাজ। আছে জলাশয় ও বড় বাগান। অথচ এখন বাড়িগুলোতে কবরের নিস্তব্ধতা! ভবনের কক্ষগুলোতে জমেছে পুরু ধুলার আস্তরণ। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে মেঝের অবস্থা হয়েছে ভীতিকর।

আলোকচিত্রী থমাস জরিয়েন ভবনের ভেতরের এমনই কিছু ছবি তুলেছেন, যা দেখলে কেবল ভূতের বাসাই বলা যায়। কয়েকশ’ বছর আগেও এসব ভবনে মানুষ বাস করত।

ইতালির অভিজাত শ্রেণীর শহুরে বাসিন্দারা এসব বাড়ির মালিক। প্রতিবছর গ্রীষ্মে এরা এসব বাড়িতে কিছুদিনের জন্য বাস করতে যেত। এখন সময় বদলেছে। শহর ছেড়ে কে আর গ্রামে যায়। তাই বাড়িগুলোর এই অবস্থা হয়েছে। ডেইলি মেইল।