ঘন রংয়ের উজ্জ্বল ও ধূসর আকাশ। আলোকপ্রক্ষেপণের ধরন দেখে কৃত্রিমভাবে তৈরি ছবি মনে হতে পারে। কিন্তু এই চমত্কার ছবিগুলো রাতের আকাশ থেকে তোলা হয়েছে। ক্যামেরায় ধরা হয়েছে চন্দ্রপৃষ্ঠের নানা দিক। চোখ ধাঁধানো এই ছবিগুলো পাওয়া গেছে ‘২০১২ অ্যাস্ট্রোনমি ফটোগ্রাফার অব দ্য ইয়ার কম্পিটিশন’ থেকে।

জ্যোতির্মণ্ডলের ছবি তোলে এমন আলোকচিত্রীদের নিয়ে এটা চতুর্থবারের মতো আয়োজন। নাইট ম্যাগাজিনের জন্য এই আয়োজন করে থাকে রয়্যাল অবজারভেটরি গ্রিনউইচ। বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার আলোকচিত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। চোখ ধাঁধানো এসব ছবির বেশিরভাগই তোলা হয়েছে জাপানের তুষার ঢাকা পর্বতমালাসহ যুক্তরাষ্ট্র, ইতালি ও ব্রিটেনের পর্বত থেকে।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সূর্য ও চাদ ভিন্ন রূপ ও সৌন্দর্যে ধরা দিতে পারে এ যেন তারই প্রমাণ। আলোকচিত্রীরা এসব ছবিতে সৌরজগতের নানা দিকসহ গ্যালাক্সি, মিল্কিওয়ে ইত্যাদিকেও তুলে ধরার চেষ্টা করেছেন।

ডেইলি মেইল।