পাকিস্তানে তত্পর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই তালেবানের (টিটিপি) এক শীর্ষ কমান্ডার আফগানিস্তানের পূর্বাঞ্চলে ন্যাটো বাহিনী পরিচালিত বিমান হামলায় নিহত হয়েছেন।


মৌলভী দাদুল্লাহ নামের ওই তালেবান নেতা শুক্রবার দিনের শেষভাগে আফগানিস্তানের পাকিস্তান সীমান্ত সংলগ্ন কুনার প্রদেশে ন্যাটো বিমান হামলায় নিহত হন বলে নিশ্চিত করেছেন আফগান কর্মকর্তারা। তাকে টিটিপির এক শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হয়।
এ ব্যাপারে ন্যাটোর এক মুখপাত্র জানান, শুক্রবার কুনার প্রদেশে ন্যাটোর দুটি পৃথক বোমা হামলায় মোট ১২ বিদ্রোহী নিহত হন।

ধারণা করা হচ্ছে এ হামলায় টিটিপি নেতা দাদুল্লাহ ও তার সহযোগী শাকিরও নিহত হয়েছেন। হামলায় আরও সাতজন আহত হন বলে জানিয়েছেন আফগান সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল এয়াজ মোহাম্মদ নাজিরি। পাকিস্তানি তালেবানও ঘটনার সত্যতা স্বীকার করেছে। এক বিবৃতিতে টিটিপি মুখপাত্র আহসানউল্লাহ আহসান বলেন, কুনার প্রদেশে বিমান হামলায় দাদুল্লাহ নিহত হন। তার স্থলে পাকিস্তানের বাজাউর এলাকার তালেবান প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাওলানা আবু বাকারকে।
তার মৃত্যু সম্পর্কে ন্যাটো এক বিবৃতিতে দাবি করে, স্থানীয়ভাবে জামাল নামে অভিহিত মোল্লা দাদুল্লাহ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের উভয়পাশে অবস্থান করা বিদ্রোহীদের রসদ এবং যোদ্ধা সরবরাহ করতেন।


দাদুল্লাহ গত বছর টিটিপি নেতা মৌলভী ফকির মোহাম্মদের স্থলে নিয়োগ পান। পাকিস্তান ও আফগান সরকারের সঙ্গে তিনি যে কোনো শান্তি আলোচনার ঘোরবিরোধী ছিলেন।


তার মৃত্যু সীমান্তের দু’ধারেই তালেবান তত্পরতার জন্য একটি বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, পাকিস্তানি তালেবান (টিটিপি) দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত বরাবর উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলোতে অনেকটা স্বাধীনভাবেই নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তারা।