গাজা ভুখন্ড থেকে দক্ষিণ ইসরাইলে অনেকগুলো রকেট ছোড়া হয় যাতে বহু লোক আহত হয়েছে। এ দিকে ইসরাইলী যুদ্ধ বিমানের আক্রমণে গাজার চারজন জঙ্গি নিহত হয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনী বলছে যে আজ ইসরাইলের দক্ষিনাঞ্চলে অন্তত ৬৮ বার রকেট ও মর্টার হামলা চালানো হয় এবং এতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় , আহত হয় বিদেশী শ্রমিকরা , যারা গাজা সীমান্তের কাছে মাঠে কাজ করছিল।
বলা হচ্ছে যে এই আক্রমণ শুরু হয় মঙ্গলবার রাতে যখন অনেকগুলো রকেট ইসরাইলী অঞ্চলে আঘাত হানে । সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে , ইসরাইলী কর্তৃপক্ষ সীমান্ত এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করেছে।
মঙ্গলবার রাতে ও বুধবার সকালে ইসরাইল গাজা ভুখন্ডে ানেকগুলেঅ পাল্টা আক্রমণ চালায় যাতে গাজা নিয়ন্ত্রণকারী হামাস জঙ্গিদের তিন জন সদস্যসহ মোট চার জন ফিলিস্তিনি প্রাণ হারায়। ঐ হামলায় বহু ফিলিস্তিনিও আহত হয়।
হামাস এবং Popular Resistance Committees নামেসর ক্ষুদ্র একটি গোষ্ঠি ইসরাইলে রকেট হামলার দায় স্বীকার করে বলেছে যে এই আক্রমণ ছিল ইসরাইলের আগ্রাসনের পাল্টা জবাব।