সিরিয় সেনাবাহিনীর দলত্যাগি লড়াকু বলে মনে করা হচ্ছে এমোন বন্দুকবাজেরা সরকারের নিরাপত্তা বাহিনীর কম হলেও ৮ সদস্যকে হত্যা করেছে এক চড়াও অভিযানে । এটা করা হয় সরকারী বাহিনী অসামরিক একদল লোককে হত্যা করবার পর । হামার কাছাকাছির একটি গ্রাম আল আশারনার ভেতর দিয়ে এক সামরিক যান বহর যাওয়ার সময় দলত্যাগি বন্দুকবাজেরা অতর্কিতে হামলা চালায় ঐ যানবহরের ওপর – জানিয়েছে সিরিয়ার অবযারভেটরী মানবাধিকার গোষ্ঠী ।

সিরিয়ার আরক্ষা বাহিনী মধ্যাঞ্চলবর্তী বিক্ষুদ্ধ হামা প্রদেশে একটা মোটোর গাড়ির ওপর গুলিবর্ষন করে পাঁচ ব্যক্তিকে হত্যা করেছে – জানিয়েছেন মানবাধিকার কর্মিরা ।

মানবাধিকার কর্মিরা বলছেন – এটা ঘটেছে , সিরিয়ায় , প্রাণঘাতি সহিংসতা ফুলে ফেঁপে বেড়ে ওঠার একদিন পর আজ বুধবার খাত্তাব শহরের কাছাকাছি ।

লন্ডন ভিত্তিক সিরিয় অবযারভেটরী মানবাধিকার গোষ্ঠী বলছে – মঙ্গলবার সরকার অনুগত বাহিনী প্রধানত: ইদলিব প্রদেশে কমসে কম ২৪ ব্যক্তিকে হত্যা করেছে – সেনাদলের চড়াও অভিযানে যেখানে কিনা অসামরিক ১১ ব্যক্তি নিহত হয়েছে ।

পৃথক ঘটনায় ইদলীবে ৮ জনের মতো অসামরিক ব্যক্তি নিহত হয় , সিরিয় বাহিনী যখন কিনা , এর আগে নিহতদের জন্যে আয়োজিত জানাযা মিছিলের ওপর গুলি বর্ষন করে ।

জাতিসংঘ মানবাধিকার দফতর থেকে বলা হয়েছে – মার্চে অসন্তোষ-প্রতিবাদ-বিক্ষোভ শুরুর পর থেকে নিয়ে পাঁচ হাজারেও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে তাঁরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছেন ।

ইতিমধ্যে আজ মঙ্গলবার সিরিয়ার অনেকাংশেই তৃতীয় দিনের মতো সাধারন ধর্মঘট চলছে – প্রেসিডেণ্ট আসাদের শাষন অবসানের দাবীতে পরিচালিত আইন অমান্য অভিযানের অংশ হিসেবে ।