দানব আকৃতির এই বাঁধাকপিটি দেখা গেছে ইংল্যান্ডের নটিংহামশায়ারের নিওয়ার্ক শহরে। শনিবার শহরের শেপটন মালেটে বড় বড় সবজির এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল বাঁধাকপিটি। ধারণা করা হচ্ছে, এখনও পর্যন্ত উত্পাদিত পৃথিবীর অন্যতম বড় বাঁধাকপি এটি।
একটি শিশু বাঁধাকপিটি দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পিটার গ্লেজব্রোকের শস্যক্ষেতে এটি উত্পাদিত হয়েছে। বড় ধরনের সবজি ফলানোর জন্য পিটার এর আগেও গিনেস বইয়ে স্থান করে নিয়েছেন। এটি ছাড়াও ২০৪টি বিশাল আকৃতির সবজি ওই প্রদর্শনীতে স্থান পায়।
দৈত্যাকৃতির একটি বিশাল মিষ্টিকুমড়া দেখা যায় সেখানে। আবার এক চাষি বিশাল আকৃতির একটি লাল রংয়ের শসা নিয়ে হাজির হয়েছেন। তাছাড়া প্রদর্শনীতে সাড়ে ১৮ ফুট লম্বা একটি পাসঃনিপ দেখা যায়। এটি দিয়ে ৮৮টি রোস্ট পরিবেশন করা সম্ভব। পাশাপাশি ২৫টি স্পাইসি সুপে এটির ব্যবহার সম্ভব। সাধারণ আকৃতির পাসঃনিপের চেয়ে ৩৬ গুণ লম্বা ছিল এটি। ডেইলি মেইল।