আপনার আশপাশেই এতদিন হয়তো ঘুরে বেড়িয়েছে ভয়ঙ্কর সব কীটপতঙ্গ। আশপাশের অনেকের রক্ত চুষেছে। ঘটিয়েছে বংশবিস্তার। কিন্তু কেউ-ই তাদের দেখতে পাননি। আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন দেখা সম্ভব হচ্ছে এমন অনেক কীটপতঙ্গ, আগে যাদের ভালোভাবে দেখা ছিল প্রায় অসম্ভব।
মাইক্রো-ফটোগ্রাফির কল্যাণে এখন যে কোনো ছবিকে অনেক অনেক বড় করে দেখা যায়। আর এর সুবাদেই এবার দৃশ্যমান হয়েছে কয়েকটি নতুন প্রজাতির রক্তচোষা কীটপতঙ্গ। এরা দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয়; কিন্তু এদের রক্ত চুষে নেওয়ার প্রবণতা ভয়ঙ্কর। এরা প্রচুর রক্ত আহরণ করতে পারে আর ছড়াতে পারে নিল ভাইরাস ও ডেঙ্গু ভাইরাসের মতো ভয়ঙ্কর সব ভাইরাস।
এসব কীটপতঙ্গের বিস্তার এশিয়া, আফ্রিকা আর আমেরিকা মহাদেশ জুড়ে। আধুনিক ক্যামেরায় ধরা পড়া এসব সুন্দর রক্তচোষা কীটপতঙ্গের মধ্যে রয়েছে কয়েক প্রজাতির ক্ষুদ্র মাছি, মশা, উকুন, ছাড়পোকা, মাছ ও বাদুড়। এদের জন্যই বুঝি প্রযোজ্য ‘ভয়ঙ্কর সুন্দর’ অভিধাটি।
ডেইলি মেইল।