নেপালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানে ছিল ১৬ জন পর্যটক ও ৩ জন ক্রু।
নেপালি টেলিভিশন জানিয়েছে, গতকাল সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর ৫ কিলোমিটার দক্ষিণে কোটডান্ডা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানযাত্রীদের মধ্যে ১০ জন ভারতীয়সহ ১৩ জন বিদেশি ছিলেন। অন্য ৩ যাত্রী নেপালি। পর্যটকরা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও হিমালয়ের অন্য শৃঙ্গ দেখে কাঠমান্ডু ফেরার সময় খারাপ আবহাওয়ার মধ্যে দুর্ঘটনায় পড়ে। এ সময় কাঠমান্ডু ও এর আশপাশের পাহাড়গুলো মেঘে ঢাকা ছিল।
দুর্ঘটনায় মারাত্মক আহত এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ। বাকিরা সবাই দুর্ঘটনাস্থলেই মারা যান।