৫০টি সন্তান নিয়ে এলিস উইনস্টনের সংসার ভালোই যাচ্ছে। তাদের সময়মতো চুল সিঁথি করে দেওয়া, সাজগোজ করানো, জামা পরিবর্তন ও পরিষ্কার করা সবই এক হাতে সামাল দিতে হয় এলিসকে। তবে মজার ব্যাপার হচ্ছে এগুলোর কোনোটিই তার নিজের সন্তান নয়। বাজার থেকে কিনে আনা পুতুল। অধিক সন্তান জন্ম দিতে অক্ষম এক মায়ের কাণ্ড এসব। পুতুলগুলোর সঙ্গে চমত্কার এক হূদ্যতা গড়ে উঠেছে এলিসের। সাত বছর ধরে পুতুল কিনে যাচ্ছেন তিনি। ৫০টি পুতুলের পেছনে এ পর্যন্ত ১৫ লাখ ৪৮ হাজার টাকা ব্যয় করেছেন। এমনকি প্রিয় একটি পুতুল কিনতে তিনি ১ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় করেন। এলিসের পুতুল প্রেম স্বামী ক্রিসের কাছে বাড়াবাড়ি মনে হয়েছে। তাই এলিসকে ইতোমধ্যে বাড়ি থেকে বের দিয়েছেন ক্রিস।
যুক্তরাজ্যের ওয়েলসের কারদিগানের বাসার সাতটি কক্ষে পুতুলগুলোকে সাজিয়ে রেখেছেন ৩৯ বছর বয়স্ক এলিস।  পাঁচ সন্তানের জননী স্থূলকায় এলিস সাত বছর আগে ডাক্তারের কাছে জানতে পারেন তার পুনরায় গর্ভধারণ নিরাপদ নয়। তখন বেশি সন্তান জন্মদানের অতৃপ্তি থেকে সিদ্ধান্ত নিলেন, পুতুল দিয়েই তার ওই ইচ্ছা পূরণ করবেন।  সেই ইচ্ছা অপূর্ণ রাখেননি তিনি। একে একে ৫০টি পুতুল সংগ্রহ করেন এলিস। নিয়মিত তাদের পরিচর্যা করেন। হাঁটতে বেরুলে প্রিয় রিবর্ন পুতুল নিয়ে বের হন। তার সার্বক্ষণিক ব্যস্ততা পুতুলগুলো ঘিরে। এমনকি পুতুল বুকে নিয়েই ঘুমিয়ে পড়েন। পুতুলগুলো ছেড়ে দিয়ে ফিরে আস- স্বামীর এমন প্রস্তাবে এলিসের স্পষ্ট জবাব, তাদের ফেলে আসা সম্ভব নয়। নিজের সন্তানের চেয়ে পুতুলগুলোর প্রতি তার মমতা একটুও কম নয়। এলিস বলেন, ক্রিস পুতুলগুলোর প্রতি আমার মমতার বিষয়টি কিছুতেই বুঝতে চাইত না। সে বারবার আমাকে এ কাজে বাধা দিয়েছে। কিন্তু আমি তো তাদের ছাড়তে পারব না। তাই ক্রিসের কাছ থেকেই দূরে রয়েছি।