আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পূর্ণ সদস্যপদের জন্য জাতিসংঘে আবেদন করে বক্তৃতা করার কয়েক ঘন্টা পরেই আলোচনার প্রস্তাব নিয়ে হাজির হয় মিডলইস্ট কোয়ার্টেট৷ প্রস্তাবে আগামী এক বছরের মধ্যে একটা চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যের কথা বলা হয়েছে৷
প্রস্তাবের কথা জানাতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টন বলেন মধ্যপ্রাচ্য সমস্যার সমাধানে এখনই সবচেয়ে উপযুক্ত সময়৷ কেননা ইসরায়েলিরা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত আর ফিলিস্তিনিরা তাদের দেশের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের এক মুখপাত্র স্টেফেন জাইব্যার্ট বলছেন এর ফলে মধ্যস্থতার নতুন যুগ শুরু হলো৷
ইসরায়েল বলছে তারা প্রস্তাবটি বিবেচনা করে দেখছে৷ আর ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরাকাত পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপন বন্ধ করতে বলেছেন ইসরায়লকে৷ উল্লেখ্য, অনেকদিন আগে থেকেই ফিলিস্তিন ইসরায়েলের প্রতি এই আহ্বান জানিয়ে আসলেও ইসরায়েল বলেছে বসতি স্থাপন এক দিনের জন্যও বন্ধ হবে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন আবেদনটি নিরাপত্তা পরিষদে পাঠিয়ে দিয়েছেন৷ আগামী সপ্তাহে সেটার উপর ভোটাভুটি হতে পারে৷ প্রাথমিক পর্যায় পার হতে হলে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে নয়জনের সমর্থন পেতে হবে৷ সেখানে সফল হলে এরপর প্রয়োজন হবে স্থায়ী প্রতিনিধিদের ভোটের৷ সেখানে যুক্তরাষ্ট্র ভেটো দেবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে৷ তবে নিরাপত্তা পরিষদ চাইলে কৌশলে ভোটের পর্বটি মাসের পর মাস স্থগিত রাখতে পারে৷ এতে আবেদন প্রক্রিয়ায় স্থবিরতা নেমে আসতে পারে৷