পুলিশের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার ফ্রান্সের দক্ষিনাঞ্চলের মন্টাউবেন শহরে হেলমেট পরিহিত এক মোটরবাইক আরোহী রাস্তায় অবস্থানরত তিন সেনাসদস্যের উপর আকস্মিকভাবে এই গুলিবর্ষনের ঘটনা ঘটায়। এ ঘটনায় ফরাসী প্রতিরক্ষামন্ত্রী নিহত সৈন্যদের আত্মার শান্তিকামনা করে নিহতের পরিবার ও সহকর্মীদের প্রতি শোক জ্ঞাপন করেন। উল্লেখ্য একই রকমের আরেকটি ঘটনায় গত রবিবার দক্ষিনাঞ্চলীয় টোলাস শহরে আরেক অচিহ্নিত আততায়ীর গুলিতে নিহত হন আরেক ফরাসী সেনাসদস্য। পরপর দুটো সেনাসদস্যের উপর প্রাননাশী আক্রমনের ঘটনা ঘটলেও এর সঠিক কারণ এখনও চিহ্নিত করা সম্ভব হয়ে ওঠেনি।