বাংলাদেশের সঙ্গে ভারতের ভূমি বিনিময় চুক্তির প্রতীকী প্রতিবাদ হিসেবে সাবেক মুখ্যমন্ত্রী এবং এজিপি নেতা প্রফুল্ল  মোহান্ত সোমবার গুয়াহাটির গান্ধী মণ্ডপে বিক্ষোভ করেছেন এবং চুক্তির একটি কপি পুড়িয়েছেন।

 সেই সঙ্গে আসামের একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশকে দিয়ে দেয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। মোহান্ত বলেছেন, প্রতিবাদের স্থান হিসেবে গান্ধী মণ্ডপ বেছে নেয়ার কারণ হচ্ছে জাতির জনক আসামের জন্য তার ভালবাসার বহিঃপ্রকাশ করেছিলেন। বলেন, স্বাধীনতার পর মোহাম্মদ আলী জিন্নাহ আসামকে বাংলার সঙ্গে যুক্ত করে একে বাংলাদেশের অংশ করার ব্যাপারে আগ্রহী ছিলেন। আসামের জনগণ এতে আপত্তি তোলায় মহাত্মা গান্ধী এবং সর্দার ভাল্লুভাই প্যাটেল আসামকে ভারতের সঙ্গে যুক্ত রাখার উদ্যোগ নেন। এর ঠিক ৬০ বছর পর সেই একই কংগ্রেস সরকার আসামের ভূমি বাংলাদেশকে দিয়ে তার উল্টো কাজ করলো। মোহান্ত বলেন, গান্ধী মণ্ডপের এ বিক্ষোভ প্রতীকী। আমরা দিল্লি এবং দিসপুরের কংগ্রেসের উভয় সরকারকেই এর পরবর্তী বড় কর্মসূচির বিষয়টি মনে করিয়ে দিতে চাই। মোহান্ত এবং তার সমর্থকরা চুক্তির একটি কপি পুড়িয়েছেন এবং এর বিরুদ্ধে সোচ্চার হবার জন্য রাজ্যের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। মোহান্ত বলেন, খাদি আন্দোলনের সময় গান্ধীজী দেশের জনগণের প্রতি বিদেশী বস্ত্র বর্জনের আহ্বান জানিয়েছিলেন। ভূমি চুক্তির মাধ্যমে রাজ্যের অখণ্ডতা হমকির সম্মুখীন হচ্ছে। তাই আমি জনগণের প্রতি এটি বর্জনের আহ্বান জানাচ্ছি।