ভারতের উত্তর পুর্বাঞ্চল থেকে হাজার হাজার মানুষ দক্ষিণাঞ্চলের বাঙ্গালোর শহর থেকে পালিয়ে যায় এই গুজবের পর যে তাদের নিজ রাজ্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার পর পাল্টা হামলা হবে।

অতিরিক্ত যাত্রী মোকাবেলার লক্ষ্যে রেলওয়ে কর্তৃপক্ষ বাঙ্গালোর থেকে যে ট্রেন অসম যাচ্ছে তাতে আরও কামরা জুড়ে দিয়েছে। যাত্রীদের মধ্যে অনেকেই ছাত্র ছাত্রী ও কর্মী।

অসম সহ, দেশের বহু ছাত্র ছাত্রীর জন্য পড়াশুনার জন্য বাঙ্গালোর একটি জনপ্রিয় স্থান।
কর্মকর্তারা বলেন গুজব কিভাবে রটেছে সেই সূত্র তারা তদন্ত করে দেখছে।