বিয়েকে সবচেয়ে আনন্দের দিন বলা হয়ে থাকে। সারা বছর ধরে এই আনন্দ উপভোগের জন্য এক বছরে ২২ বার ভিন্ন ভিন্ন পদ্ধতিতে বিয়ে করেছেন অ্যালেক্স পেলিং (৩২) ও লিসা গ্রান্ট (৩০)।

তবে আরও অনেক পদ্ধতিতে বিয়ে করার ইচ্ছা রয়েছে তাদের। ব্রিটেনের ইয়র্কশায়ারের এ দম্পতি পুরো বিশ্ব ঘুরে ঘুরে বিভিন্ন সাজে বিয়ে করে চলেছেন। প্রথম বিয়ে হয় পশ্চিম ম্যানচেস্টারে। এরপর বিয়ে করেন কোস্টারিকা ও পেরুতে। হাওয়াইয়ের ঐতিহ্য অনুসারে পাতা ও ফুল পরে ডলফিন সঙ্গে নিয়ে বিয়ে করেন তারা।

ভ্যাম্পায়ারের সাজে লস অ্যাঞ্জেলেসে, ইকুয়েডরের বিশেষ কুয়ার পাশে মন্ত্র পড়ে ও দক্ষিণ আমেরিকার বিয়ের পোশাকে কলম্বিয়ায় বিয়ে করেন। শুধু তাই নয়, এল সালভেদর, লাস ভেগাস, ব্রাজিল, মেক্সিকো, চিলি, কানাডা, গুয়াতেমালায় গিয়ে সেখানকার প্রাচীন রীতি অনুসারে বিয়ে করেন অ্যালেক্স ও লিসা।

এ দম্পতি জানান, ১১ বছরের পরিচয় আর ছয় বছরের প্রেমের পর বিয়ে করেন তারা। অ্যালেক্স বলেন, লিসাকে না জানিয়ে প্রথম এ আয়োজন করি। ও তখন খুবই চমত্কৃত হয়। আমরা আমাদের স্বল্প উপার্জনের মধ্যেই এসব ব্যবস্থা করছি। লিসা বলেন, সব কিছু নিয়ে আমরা অনেক সুখী। ডেইলি মেইল।