ক্যামেরায় তোলা বিশ্বের প্রথম আলোকচিত্রটি  জার্মানিতে প্রদর্শিত হতে যাচ্ছে। ১৮২৬ সালে তোলা ছবিটির নাম ‘দ্য উইন্ডো অ্যাট লে গ্রাস’। ছবিটি তুলেছেন ক্যামেরার আবিষ্কারক জোসেফ নিফেসর নিপসে। ফ্রান্সের লে গ্রাস প্রদেশে বসবাসকালে তিনি ছবিটি তোলেন। লে গ্রাস এলাকার নৈসর্গিক সৌন্দর্য যতটা চোখে পড়েছে, চিত্রগ্রাহক তার ক্যামেরায় তা ধারণ করার চেষ্টা করেছেন। নিপসে ছবি তোলার আগে ক্যামেরা আবিষ্কার করেন। এ ক্ষেত্রে তিনি আট বাই দশ ইঞ্চি পিউটার (টিন ও সিসা মিশ্রিত ধূসর পদার্থ) প্লেট এবং অনুরূপ অ্যাসফল্ট (আঠালো পদার্থ) জাতীয় পদার্থ ব্যবহারের মাধ্যমে ছবি তোলেন। এরপর তিনি সাদা  পেট্রোলিয়াম ও ল্যাভেন্ডার তেলের মিশ্রণ তৈরি করে ছবিটি ওয়াশ করেন। এ কাজে তিনি সূর্যের আলোর সাহায্য নেন। ১৮৯৮ সালে শেষবার এটি প্রদর্শিত হয় ব্রিটেনে। এরপর ১৯৬৩ সালে মার্কিন আলোকচিত্রী হ্যারি র্যানসম টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জন্য ছবিটি কিনে নেন। তখন থেকে হ্যারি র্যানসম হিউম্যানিটিজ রিসার্চ সেন্টারে ছবিটি প্রদর্শিত হচ্ছে। ডেইলি মেইল।