পাকিস্তানের লাহোর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়ে ঘুমের কারণে আবার পাকিস্তান ফিরে গেছেন ফ্রান্সের এক মহিলা। প্রায় ১৮ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রায় তিনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় এ বিভ্রান্তি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানান। এনডিটিভি।


প্যারিসের চার্লস দ্য গলে বিমানবন্দরে ২ ঘণ্টা অবস্থানের সময় বিমানের ক্রুরা কেন ওই মহিলার গন্তব্যস্থল জানতে ব্যর্থ হল তা খতিয়ে দেখছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)।


এদিকে বিমানের মুখপাত্র সুলতান হাসান বলেন, ফ্রান্সের নাগরিক প্যাটরাইস ক্রিস্টিনা আহমেদ নামে ওই মহিলা বৈবাহিক সূত্রে পাকিস্তান আসেন। মঙ্গলবার বিকেলে ফ্রান্সের উদ্দেশ্যে তিনি লাহোর ছাড়েন। কিন্তু গভীর ঘুমের কারণে তিনি জাগতে পারেননি। তবে ক্রিস্টিনা কেবিন ক্রুদের কাছে তার ভুলের বিষয়টি চেপে গেলেও ইমিগ্রেশন কর্মকর্তাদের নজর এড়াতে পারেননি। ১২ হাজার কিমি যাত্রার পর বুধবার সকালে আবার লাহোরে পৌঁছলে ইমিগ্রেশন কর্মকর্তাদের নজরে আসে বিষয়টি।

হাসান বলেন, পিআইএ ঘটনাটির তদন্ত করছে। তবে প্যারিস পৌঁছার পর যাত্রীদের তদারকি করার দায়িত্ব ফ্রান্স কর্তৃপক্ষের ওপর পড়ে। আমরা বিষয়টি নিয়ে ফ্রান্স কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখব কিন্তু গন্তব্যস্থলে পৌঁছানোর দায়িত্ব যাত্রীদের নিজেদেরও রয়েছে বলে তিনি জানান।