মালয়েশিয়ায় গত সোমবার গভীর রাতে আগুনে পুড়ে ৫ বাংলাদেশি শ্রমিক মারা গেছেন, যাদের প্রত্যেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। মালয়েশিয়ার ইংরেজি দৈনিক স্টার অনলাইনে এ সংবাদ প্রকাশিত হয়। পরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির সত্যতা স্বীকার করে।

নিহতরা হলেন সৌরভ বাবু, রুমন, আব্দুল্লাহ আল ফরহাদ, মোহাম্মদ বশীর ও তার ভাই মোহাম্মদ ফারুক। যাদের বয়স ২৪ থেকে ৪০ এর মধ্যে।

এছাড়া জানা গেছে, মালয়েশিয়ার সেলানগর রাজ্যের তামান পুচং পারদানা এলাকার দোতলা একটি ভবনে সাত বাংলাদেশি থাকতেন। রাত ৩টার দিকে সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। নিহতরা জানালার গ্রিল ভেঙে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

সেলানগর ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ সানি হারউল আরও বলেন, দোতলা ওই বাড়িতে সাত বাংলাদেশি থাকতেন। আগুন লাগার পর দুজন বের হতে পারলেও অন্যরা পারেননি।
গতকাল মঙ্গলবার মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মন্টু কুমার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে। আমাদের একজন প্রতিনিধিকে সেখানে পাঠানো হয়েছে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ২৭ মে বাহরাইনে আগুনে পুড়ে ১০ বাংলাদেশির মৃত্যু হয়।