মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, যুক্তরাষ্ট্রে টুইন টাউয়ারে হামলা মুসলমানদের কাজ নয়। এ হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিলো। অন্যদিকে আফগানিস্তানের তালেবানরাও অভিযোগ অস্বীকার করে বলেছে, ৯/১১ হামলার পেছনে তাদের কোনো ভূমিকাই ছিলো না। বরং সেদিনের সেই বিভীষিকাই তাদেরকে ফায়ারিং লাইনে দাঁড় করিয়ে দেয়।
নাইন ইলেভেনের ১০ বছর পূর্তিতে মাহাথির মোহাম্মদ গত রোববার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে এ জন্য দোষারোপ করে বলেন, নাইন ইলেভেনের হামলা মুসলমানদের কাজ নয়। কারণ মুসলমানরা যুক্তরাষ্ট্রে হামলা চালাতে অক্ষম। হামলার সময় মাহাথির মালয়েশিয়ার ক্ষমতায় ছিলেন। ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে তিনি সরে দাঁড়ান। ৮৬ বছর বয়সী মাহাথির গত শুক্রবার তার ব্লগে লেখেন, বুশ সাদ্দামের ব্যাপক বিধ্বংসী অস্ত্র সম্পর্কে মিথ্যা বলেছেন। তারা যদি ইরাকি, আফগান ও মার্কিন সৈন্যদের হত্যার জন্য মিথ্যা বলতে পারেন তাহলে বুশ অ্যান্ড কোম্পানির জন্য এটা অচিন্তনীয় নয় যে, নাইন ইলেভেনের জন্য দায়ীদের ব্যাপারেও তারা মিথ্যা বলছেন। ষড়যন্ত্রতত্ত্বের পক্ষে বিভিন্ন কারণ উল্লেখ করে তিনি বলেন, ওই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিলো। তার লেখার শিরোনাম হলো নিউইয়র্কে টুইন টাউয়ার সুন্দরভাবে তাদের ওপর ধসে পড়ল। তিনি বলেন, আমি মনে করি নিজেদের জীবন উত্সর্গ এবং আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রতি আরব মুসলমানদের যথেষ্ট ক্ষুব্ধ মনোভাব রয়েছে। আমার মনে হয় না, শত্রুর ব্যাপক ক্ষতি করার মতো এ ধরনের হামলার পরিকল্পনা ও কৌশল নির্ধারণে তারা সক্ষম।
অন্যদিকে এক দশক পূর্তির দিনেই তালেবানের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ৯/১১-র হামলার পেছনে তাদের কোনো ভূমিকাই ছিলো না। উল্টো তালেবানের অভিযোগ, ওই ঘটনাকে আফগানিস্তান আক্রমণের ‘অস্ত্র’ হিসাবে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত দশ হাজার নিরীহ আফগান। সংবাদ মাধ্যমকে পাঠানো এক ই-মেইলে বলা হয়েছে, প্রতি বছর ৯/১১ আফগানদের এমন একটা ঘটনা মনে করিয়ে দেয়, যাতে তাদের কোনো ভূমিকাই ছিলো না। বার্তায় ধিক্কার জানানো হয়েছে আফগানিস্তানে মার্কিন সহযোগী দেশগুলোকেও। এমনকি, একটি আরবি চ্যানেলকে দেয়া এক সাক্ষাত্করে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তাওয়াকিল দাবি করেছেন, বিচারের জন্য ওসামাকে হাজির